আকতার হোসেন ভূইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥
“আইন মেনে সড়কে চলি,নিরাপদে ঘরে ফিরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
সড়ক নিরাপত্তা নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শনিবার সকালে উপজেলা সদরে শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফখরুল ইসলামের সভাপতিত্বে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শুভ্র সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,সহকারী কমিশনার (ভূমি) মোনাব্বর হোসেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার,বীর মুক্তিযোদ্ধা আবদুল বাকী,সদর ইউপি চেয়ারম্যান পুতুল রানী দাস,প্রধান শিক্ষক আবদুর রহিম,সাংবাদিক সুজিত চক্রবর্তী,আকতার হোসেন ভূইয়া, সিএনজি মালিক ও শ্রমিক সমিতির নেতা ইকবাল চৌধুরী,ইব্রাহিম মিয়া,শওকত মিয়া,সিদ্দিকুর রহমান,মহসিন আলম,আদিল খান প্রমুখ। সরকারি-বেসরকারি কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,স্থানীয় সিএনজি মালিক ও শ্রমিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।