অনলাইন ডেস্ক : “জম্ম সনদ শিশুর অধিকার,বাস্তবায়নের দায়িত্ব সবার”এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় জম্ম নিবন্ধন দিবস পালন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগররে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।আজ রোববার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় অফিসার্স ক্লাবে উপজেলা নিবার্হী কর্মকর্তা আজগর আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি তাহমিনা আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, ডাঃ জীবন চন্দ্র দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজহারুল ইসলাম ভূ্ঁইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আরা, সদর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হাসেম, গুনিয়াউক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, ধরমন্ডল ইউপি চেয়ারম্যান বাহার উদ্দিন চৌধুরী, ভলাকুট ইউপি চেয়ারম্যান রুবেল মিয়া, বুড়িশ্বর ইউপি চেয়ারম্যান এটিএম মোজাম্মেল হক, গোর্কণ ইউপি চেয়ারম্যান প্রভাষক ছোয়াব আহমেদ,সাংবাদিক আকতার হোসেন ভুইয়া ও বদিউল আশরাফ মুরাদ প্রমুখ। এসময় জনপ্রতিনিধিসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।