আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)।। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোর্কণ ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার ছাত্রদের পাগড়ি প্রদান ও ৪৫তম বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বাদ আছর থেকে মধ্যরাত ব্যাপী মাদ্রাসা মাঠে এ ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের প্রেসিডেন্ট লায়ন আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ শরীফের সভাপতিত্বে মাওলানা আবদুল আউয়ালের সার্বিক তত্ত্বাবধানে সিনিয়র শিক্ষক মাওলানা আমীর আহমেদের সঞ্চালনায় ওয়াজ মাহফিলে বরুনা মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা মুফতি ওলিউর রহমান হামিদী,আজমতে সাহাবা বাংলাদেশের মহাসচিব মাওলানা মুফতি আলী হাসান উসামা,ঢাকা কাঠালবাগ জামে মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হাসান আশরাফী,মাওলানা আবদুর নুর বাহুবলী,নাসিরনগর উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা মুখলেছুর রহমান,মাদ্রাসার মোহতামিম মাওলানা নাছির উদ্দিন জাফরী,মাওলানা বোরহান উদ্দিন ফারুকীসহ স্থানীয় ও বিভিন্ন স্থান থেকে আসা আরো অনেক ওলামায়ে কেরাম মাহফিলে বয়ান করেন।
এর আগে মাদ্রাসার বার্ষিক আয় ব্যয় পেশ করেন মাদ্রাসার নাজিমে তলিমাত মাওলানা রায়হান আহমদ শরীফী। মাহফিলে ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মো: কামরুল ইসলাম,সম্পাদক মো: নজরুল আহাম্মদসহ মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাহফিলে মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মো: শাহাদাত হোসাইন,হাফেজ মো: ইমরান হুসাইনকে পাগড়ী প্রদান করা হয়। পরে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।