আকতার হোসেন ভূইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকালে স্থানীয় চৈয়ারকুড়ি বাজার সংলগ্ন মার্কেট প্রাঙ্গণে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এম এ কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ নাজির মিয়া। সম্মেলনের উদ্বোধক ছিলেন উপজেলা কৃষকলীগ সভাপতি মোঃ অলি মিয়া । প্রধান বক্তা ছিলেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এস এম নুরে আলম । উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুমা আক্তার,উপজেলা আওয়ামলীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো: কিরণ মিয়া,সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদ,উপজেলা আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন,কৃষকলীগ নেতা আলী আশরাফ,নাজমুল হক সবুজ,বিশিষ্ট ব্যবসায়ী শেখ আলীরাজ,সাবেক ইউপি সদস্য তসু রঞ্জন দাস ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জি.এম আরমান নুরসহ আরো অনেকে। এসময় কৃষকলীগের দলীয় নেতৃবৃন্দসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে মো: ফারছু মিয়া কে সভাপতি, মো: জিয়াউর রহমানকে সাধারণ সম্পাদক, পৈলান খাঁ ও উচন খাঁকে সাংগঠনিক সম্পাদক এবং রেখা আক্তারকে মহিলা বিষয়ক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট আংশিক গোকর্ণ ইউনিয়ন কৃষকলীগের কমিটি ঘোষণা করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।