আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ বিদেশ ফেরত ২২৩ জন হলেও নাসিরনগর উপজেলা স্বাস্থ্য বিভাগ,পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে প্রবাসী ১৯৭ জনের মধ্যে হোম কোয়ারেন্টাইন শেষ করেছে ১৭৬ জন প্রবাসী। বাকি ২৬ জনের হদিস পাওয়া যায়নি। তবে সর্বশেষ ২১ জন প্রবাসী বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছে। বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাইফুল ইসলাম।
আবাসিক মেডিকেল অফিসার সাইফুল ইসলাম,উপজেলার বিভিন্ন স্থানে বুধবার দুপুর পর্যন্ত ২১ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। নাসিরনগরে কোন করোনা আক্রান্ত রোগী নেই। তবে ১৯৭ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে ছিলেন। এর মধ্যে ১৪ দিন অতিবাহিত হওয়ায় কোয়ারেন্টাইন থেকে ১৭৬ জন বেড়িয়ে পড়েছেন। আপাতত আতংকের কিছু নেই বলে তিনি সকলকে সর্তক থাকতে পরার্মশ দেন। পাশাপাশি বাইরে থেকে আসা প্রবাসিদেরকে অনুরোধ করে হলেও অন্যের চিন্তা করে যেনো তারা কোয়ারেন্টাইনে থাকেন এই বিষয়টি নিয়ে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।