আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ করোনা ভাইরাস সংক্রমণ রোধে সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়নে গণটিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার সকালে নাসিরনগর সরকারি ডিগ্রী কলেজ চত্বরে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি ভার্চুয়ালি ওই টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন।এসময় উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,উপজেলা সহকারি কমিশনার (ভূমি)মেহেদী হাসান শাওন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়,থানার অফিসার ইনচার্জ হাবিবুল্লাহ সরকার,সদর ইউপি চেয়ারম্যান আবুল হাসেমসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ১৩টি ইউনিয়নে টিকাদান কার্যক্রম প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যানগণ মনিটরিং করেন। মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে প্রতিটি কেন্দ্রে টিকা নেয়ার জন্য বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষ সমবেত হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায় জানান,উপজেলার ১৩টি ইউনিয়নে ৭ হাজার ৮০০ জনকে টিকা দেয়া হয়েছে।
এদিকে “শেখ হাসিনার নিদের্শে করোনার টিকা নিন,নিজে সুস্থ থাকুন,পরিবারকে সুস্থ রাখুন ”এই শ্লোগানকে সামনে রেখে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি‘র দিক নির্দেশনায় উপজেলা আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে কোভিড-১৯ ভ্যাকসিনের বিনামূল্যে রেজিষ্ট্রেশন ক্যাম্পের আয়োজন করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।