https://youtu.be/IOfTeGYymxU
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে করোনা ভাইরাসের টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। আজ রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা কার্ত্তিক চন্দ্র দাসের শরীরে প্রথম টিকা প্রয়োগ করা হয়।এরপর পর্যায়ক্রমে আরো ১৯ জনকে টিকা দেওয়া হয়েছে । এসময় উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়,থানার অফিসার ইনচার্জ এটিএম আরিচুল হকসহ উপজেলা কমপ্লেক্সের চিকিৎসক,কর্মকর্তা-কর্মচারীসহ বীর মুক্তিযোদ্ধা,সাংবাদিক, আওয়ামীলীগের দলীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায় জানান, প্রথম পর্যায়ে ৫ হাজার ৯০০টি করোনা ভাইরাসের ডোজ পেয়েছি। প্রথম দিন বীর মুক্তিযোদ্ধা,চিকিৎসক,সাংবাদিকসহ ১৯ জনকে টিকা দেওয়া হয়েছে। তবে সবাইকে ভ্যাকসিন গ্রহণের জন্য অনলাইনে নিবন্ধন করতে হবে। আশা করছি, কেউ এ সুবিধা থেকে বঞ্চিত হবে না।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।