আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃংখলা সর্বত্র’এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে থানা পুলিশ আয়োজনে উপজেলা সদরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মিলনায়তনে এক আলোচনা সভা থানার পুলিশ পরির্দশক (ওসি তদন্ত) ্আ.স.ম আতিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোনাব্বর হোসেন। সাব-ইন্সপেক্টর শ্রীবাস দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নব-নির্বাচিত জেলা পরিষদ সদস্য সামছুল কিবরিয়া হাকিম রাজা,সদর ইউপি চেয়ারম্যান পুতুল রানী দাস,ইউপি চেয়ারম্যান মোঃ জিতু মিয়া,ইউপি চেয়ারম্যান ফারুক মিয়া,ইউপি চেয়ারম্যান মনসুর আহমেদ ভূইয়া,উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক অরুণ জ্যোতি ভট্রাচার্য। অনুষ্ঠানে উপজেলা যুবলীগের আহবায়ক রায়হান আলী ভূইয়া,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল চৌধুরী,সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি,সাংবাদিক,বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, বিভিন্ন ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।