আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বৈশ্বিক মহামারি ‘করোনা’র ছোবলে বিপর্যস্ত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান কওমী মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত অর্থে চেক বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার বিকালে স্থানীয় অফিসার্স ক্লাব চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব চেক বিতরণ করা হয়। সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি ৫৫টি প্রতিষ্ঠানের প্রধানের হাতে ৬লাখ ৮০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন।
অনুষ্ঠানে বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় নাসিরনগরবাসীর জন্য যা যা করা প্রয়োজন তাই করা হবে। তাই করোনা ভাইরাস মোকাবেলায় মসজিদে তারাবি নামাজের বিষয়ে সকলকে সরকারি সকল নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানান।
চেক হস্তান্তরের সময় উপজেলা চেয়ারম্যান ডা. রাফিউদ্দিন আহমেদ,সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলামসহ আওয়ামীলীগের দলীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।