আকতার হোসেন ভূইঁয়া নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা>>
এবি ব্যাংক ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরে এজেণ্ট ব্যাংকিং কেন্দ্রের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে । আজ রবিবার দুপুরে উপজেলা কমপ্লেক্স জামে মসজিদ সংলগ্ন জেলা পরিষদ মার্কেটে সিরাজিয়া ইলেক্ট্রনিকের স্বত্বাধিকারী আমজাদ হোসেনের সভাপতিত্বে মের্সাস এস এস আই ইলেক্ট্রনিকের স্বত্বাধিকারী ও এবি এজেন্ট ব্যাংকিং এর পরিচালক মো: মুক্তার হোসেনের সঞ্চালনায় এবি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ব্রাহ্মণবাড়িয়া ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ শাহিনুর আলম কেন্দ্রটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে এবি ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের সহকারী ভাইস প্রেসিডেন্ট মো: হেলাল উদ্দিন আল মাহমুদ,সিনিয়র প্রিন্সিপাল অফিসার নাজমুল হাসান,কর্মকর্তা উজ্জল মিয়া, এডভোকেট রেজাউল ইসলাম আমজাদ, ব্যবসায়ী হুমায়ূন কবির ভূইয়া, ঠিকাদার আবুল কালাম আজাদ,মোজাম্মেল হক দানা, নাসিরউদ্দিন রানা, মুসা আলী পাঠানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।