মুক্তিযোদ্ধাকে দেখে জড়িয়ে ধরলেন স্থানীয় এম.পি
আকতার হোসেন ভূইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মিন্টু তাঁর জায়গা সম্পত্তি ফিরে পাওয়ার দাবি জানিয়ে শহীদ মিনারে নিজের একটি সার্টিফিকেট নিয়ে দাঁড়িয়েছিলেন। তাঁর পক্ষে স্বজনসহ এলাকার কিছু মানুষ তার পক্ষে মানববন্ধনে অংশ নেয়। আজ রবিবার দুপুরে উপজেলা পরিষদের সামনের সড়ক দিয়ে স্থানীয় সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম গাড়ি দিয়ে যাওয়ার পথে তাঁর দৃষ্টি পড়ে।এরপর মুক্তিযোদ্ধার সমস্যার কথা জেনে তিনি গাড়ি থেকে নেমে শহীদ মিনারে ছুটে যান। সেখানে তিনি মুক্তিযোদ্ধা নজরুলের কথা শুনেন এবং এক পর্যায়ে তাকে জড়িয়ে ধরে বিষয়টি সমাধানের আশ্বাস দেন।
মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম জানান, 'প্রায় বছর ত্রিশেক আগে তার সকল সম্পত্তি দ'খল করে নিয়ে যান স্বজন ও প্রতিবেশীরা। এ নিয়ে মামলা-মোকাদ্দমা চলমান। তিনি এখন শ্বশুর বাড়িতে থাকেন। মুক্তিযোদ্ধা হিসেবে কোনো ঘর কিংবা অসহায় হিসেবে আশ্রয়ণ প্রকল্প থেকেও তিনি ঘর পাননি। জায়গা নিয়ে মামলায় একাধিক রায় পেয়েও সেটা বাস্তবায়ন করতে পারছেন না। এ অবস্থায় বাধ্য হয়ে তিনি শহীদ মিনারে অবস্থান নেন। সম্পত্তি ফিরে পেতে তিনি সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করতে ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুবিধার্থে তিনি অবস্থান নেওয়ার সময় স্থানীয় সংসদ সদস্য আসেন।এ বিষয়ে তিনি আশ্বাস প্রদান করেন।'
সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রাম বলেন,‘ওই মুক্তিযোদ্ধার বিষয়টি আমার জানা ছিলো না। মুক্তিযোদ্ধার পরিবার কিংবা অন্য কারো পক্ষ থেকে আমার সঙ্গে এ বিষয়ে যোগাযোগও করেননি। একটি অনুষ্ঠানে যাওয়ার পথে মুক্তিযোদ্ধার সঙ্গে কথা হয়। ওনার সমস্যাগুলোর কথা বলেছেন। এখন কাগজপত্র দেখে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।