আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ১০নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহীনের পরিবারের উদ্যোগে নব্বই বছরের অধিক বয়স্কদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
আজ রবিবার সকালে উপজেলার গোকর্ণ ইউনিয়নের বিভিন্ন গ্রামের নব্বই বছরের অধিক বয়স্কভাতা থেকে বঞ্চিত এমন ১৪ জন বয়স্ক মহিলা-পুরুষের বাড়ি বাড়ি গিয়ে ভালোবাসার ঈদ উপহার শাড়ি ও পাঞ্জাবীসহ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহীন নিজে উপস্থিত থেকে এসব ঈদ উপহার বিতরণ করেন। এসময় সাবেক ব্যাংক কর্মকর্তা সৈয়দ মোঃ সালাউদ্দিন মুকুল,ব্যবসায়ী সৈয়দ বাহাউদ্দিন,সৈয়দ আশরাফ আনোয়ার টিটু,ইউপি সদস্য নুরুল ইসলাম,রহিম খান,মাসুদুর রহমান,মহিলা ইউপি সদস্য সেলিনা আক্তার,মোঃ শরীফ উদ্দিনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহীন বলেন, এলাকার নব্বই বছরের অধিক বয়স হলেও দীর্ঘদিন যাবৎ যারা বয়স্কভাতা থেকে বঞ্চিত রয়েছেন এমন ১৪ জন বয়স্ক মহিলা-পুরুষকে খুঁজে বের করে তাদেরকে বয়স্কভাতার বিষয়টি নিশ্চিত করে পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে আমার ব্যক্তিগত প্রচেষ্টার সাথে আমার পরিবারের প্রবাসী ভাই-বোনের সহযোগিতায় ঈদ উপহার হিসেবে মহিলাদের শাড়ি ও পুরুষদের পাঞ্জাবী এবং ইফতার সামগ্রী দিয়ে ঈদের আনন্দ ও খুশির কিছু অংশ বিনিময় করার লক্ষ্যেই এই ছোট্ট উদ্যোগ। এই ছোট ভালবাসার ঈদ উপহার পেয়ে বয়স্ক নারী-পুরুষরাও আনন্দিত হয়েছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।