আকতার হোসেন ভুইয়া নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চৈয়ারকুড়ি বাজারে ইসলামী ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার সকালে চৈয়ারকুড়ি সৌদি কমপ্লেক্সে ইসলামী ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করেন গোর্কণ ইউপি চেয়ারম্যান প্রভাষক ছোয়াব আহমেদ হৃতুল । ইসলামী ব্যাংক লিমিটেড আশুগঞ্জ শাখার ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মুহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে এজেন্ট ব্যাংকিং এর স্বত্বাধিকারী ও মেসার্স জমজম এন্টারপ্রাইজের প্রধান মোহাম্মদ জাকারিয়ার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সরাইল রাহমাতুল্লিল আলামীন দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা শেখ মো. আমান উল্লাহ,গোকর্ণ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি(ভারপ্রাপ্ত) সৈয়দ মোহাম্মদ জাহাঙ্গীর,উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বশির আল হেলাল,গোর্কণ ইউনিয়ন যুবলীগ সভাপতি মাহবুবুর রহমান,হাজারী হজ্ব টুরেস এন্ড ট্রাভেলসের পরিচালক এসএম শহীদুল্লাহ।
স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের জুনিয়র কর্মকর্তা বশীর আহমেদ।এসময় স্থানীয় ব্যবসায়ী,পেশাজীবী,ইসলামী ব্যাংকের শুভাকাঙ্খী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইসলামী ব্যাংক লিমিটেড আশুগঞ্জ শাখার ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মুহাম্মদ আজিজুল হক বলেন, ব্যাংকিং সেবা বঞ্চিত প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে ইসলামী ব্যাংকের সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং তিনি এজেন্ট ব্যাংকিং সেবা গ্রহণের জন্য সকলের প্রতি আহবান জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।