আকতার হোসেন ভূইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকালে কুন্ডা উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বাংলাদেশ কৃষকলীগ সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ভার্চুয়ালি বক্তব্য রাখেন। পারভেজ মোশারফের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ নাজির মিয়া। সভার উদ্বোধক ছিলেন উপজেলা কৃষকলীগ সভাপতি মোঃ অলি মিয়া । প্রধান বক্তা ছিলেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এস এম নুরে আলম ।
পারভেজ মোশারফের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুমা আক্তার,চাতলপাড় ইউপি চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম,সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদ,উপজেলা আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন,জেলা কৃষকলীগ নেতা আলী আশরাফ ও জেলা কৃষকলীগের নেতা আমির ফারুক, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুল হক,.উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জি.এম আরমান নুর।সম্মেলনে অন্যান্যদের মধ্যে কৃষকলীগ নেতা এম.এ কাশেম,শেখ আলীরাজ,আবদুর রশীদ,নিজাম উদ্দিনসহ আরো অনেকে বক্তব্য রাখেন। এসময় কৃষকলীগের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোঃ নাজির মিয়া বর্তমান সরকারের কৃষিখাতে বহুবিধ উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, 'কৃষি ও কৃষকের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। দেশে কৃষির উন্নয়ন এবং কৃষকের স্বার্থ রক্ষার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল বাংলাদেশ কৃষকলীগ প্রতিষ্ঠা করেন।'
সম্মেলন শেষে মো: ইয়ার খান মোল্লাকে সভাপতি ও মো: আবদুর রশিদ মিয়াকে সাধারণ সম্পাদক , আকিবুর রহমানকে সাংগঠনিক সম্পাদক ,তাসলিমা বেগমকে মহিলা সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট আংশিক কুন্ডা ইউনিয়ন শাখা কৃষকলীগের কমিটি ঘোষণা করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।