আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. ইমরানুল হক ভূইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আইন- শৃঙ্খলা কমিটির প্রধান উপদেষ্টা সরকারি হিসাব সম্পর্কিত ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সৈয়দ এ.কে একরামুজ্জামান সুখন এমপি।
এসময় সৈয়দ এ.কে একরামুজ্জামান এমপি তার বক্তব্যে বলেন, 'বর্তমান সরকার দেশের জানমালের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। তাই অপরাধ প্রবণতা বন্ধে ও আইন-শৃঙ্খলা উন্নয়নের পাশাপাশি প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সমন্বয়ে এবং সকলের সার্বিক সহযোগিতায় শান্তিময়,উন্নয়নের রোল মডেল হিসেবে নিরাপদ নাসিরনগর গড়ে তুলতে চাই ।'
সভায় উপজেলা চেয়ারম্যান ও আইন- শৃঙ্খলা কমিটির উপদেষ্টা রাফিউদ্দিন আহমেদ,জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান,সহকারী কমিশনার (ভূমি) মোনাব্বর হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,থানার অফিসার্স ইনর্চাজ(ওসি) মো. সোহাগ রানাসহ আইন-শৃঙ্খলা কমিটির সসদ্যগণ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি মা,দক-জুয়া,:চু'রি-ডাকাতি বন্ধসহ আইন-শৃঙ্খলা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
এদিকে আইন-শৃংখলা কমিটির মাসিক সভার আগে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গ'ণহত্যা দিবস উপলক্ষে আলোচনাসভাসহ মা'দকের কুফল,প্রতিরোধ ও প্রতিকার সর্ম্পকে মা'দক বিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়।
পরে সংসদ সদস্য সৈয়দ এ.কে একরামুজ্জামান উপজেলা মাসিক সমন্বয় সভায় যোগ দেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।