আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আইন-শৃঙ্খলা কমিটির সভা ও উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে পৃথকভাবে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। আইন-শৃংখলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা হালিমা খাতুন। পরে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কমিটির প্রধান উপদেষ্টা বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। সভায় সহকারী কমিশনার ভূমি তাহমিনা আক্তার,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,থানার অফিসার্স ইনর্চাজ (ওসি) এটিএম আরিচুল হকসহ কমিটির সসদ্যগণ বক্তব্য রাখেন। সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্ব আরোপ করেন ও সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রধান অতিথি বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি বলেন,বর্তমান জননেত্রী শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। তাই সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।