আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)॥ একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মো. শহিদ মিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সংবাদ পেয়ে তার পাশে দাঁড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী। আজ বৃহস্পতিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তাকে নগদ অর্থ তুলে দেন এবং খোঁজ খবর নেন তিনি। এসময় সহকারী কমিশনার ভূমি তাহমিনা আক্তার,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল খায়ের,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মুখলেছুর রহমান,আনসার ভিডিপি কর্মকর্তা মিজানুর রহমান,সাংবাদিক আকতার হোসেন ভুইয়াসহ চিকিৎসক,নার্স উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা শহিদ মিয়া ৪দিন পূর্বে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তিনি গুটমা আশ্রয়ণ কেন্দ্রে বসবাস করেন । তার আর্থিক দুর্দশা দেখে ইউএনও নাজমা আশরাফী অসুস্থ মুক্তিযোদ্ধা শহিদ মিয়ার হাতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে ৫ হাজার টাকার চেক তুলে দেন। শহিদ মিয়ার অসুস্থতার সময় তার পাশে দাঁড়ানোয় ইউএনও‘র প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।