আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা >> স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার মহিষবেড়ে গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকালে কুন্ডা ইউনিয়নের মহিষবেড় উদয়ন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মহিষবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদয়ন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো: মাকসুদুল আলম চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লিকু‘র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন কুন্ডা ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন ভূঞা,বীর মুক্তিযোদ্ধা মোঃ আমির খান,বীর মুক্তিযোদ্ধা প্রবীর কুমার চৌধুরী,নব-নির্বাচিত ইউপি সদস্য মোঃ জজ মিয়া,মো: নবী হোসেন,মো: জিল্লুর রহমান ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল করিম,প্রধান শিক্ষক মোঃ মোশারফ হোসেন মাস্টার,সহকারী শিক্ষক আসাদুজ্জামান রুবেল প্রমুখ। ।
সভায় কুন্ডা গ্রামের বীর মুক্তিযোদ্ধা প্রবীর কুমার চৌধুরী(কিরন চৌধুরী),বীর মুক্তিযোদ্ধা আমীর খান,মহিষবেড় গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সোনা মিয়াসহ মহিষবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ও সাবেক ২ জন শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে ১৬ ডিসেম্বর উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এসময় শিক্ষক,শিক্ষার্থী ও মহিষবেড় উদয়ন সমাজ কল্যাণ সংস্থার সদস্যগণসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।