মিজানুর রহমান, শেরপুর সংবাদদাতা:
শেরপুর জেলার নালিতাবাড়ীতে জহির রায়হানের "হাজার বছর ধরে" উপন্যাসের ওপর পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১০ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলার কলসপাড় ইউনিয়নের পাঁচগাও আজিমুন নেছা তমিজ উদ্দিন খন্দকার স্মৃতি গণগ্রন্থাগারের আয়োজনে ও উপজেলা প্রশাসন এবং ঐক্যবদ্ধ সাধারণ ছাত্র সংগঠনের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজিমুন নেছা তমিজ উদ্দিন খন্দকার স্মৃতি গণ-গ্রন্থাগারের সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল হাকিমের সভাপতিত্বে পাঠ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা।
ফরিদুল ইসলাম শামীমের সঞ্চালনায় বিচারকের দায়িত্বে ছিলেন পাঁচগাও আজিমুন নেছা তমিজ উদ্দিন খন্দকার স্মৃতি গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল আলীম, পাঁচগাও মডেল একাডেমীর শিক্ষক মনির হোসেন, সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার ম্যানেজার সাইদুল ইসলাম।
পাঠ প্রতিযোগিতায় নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন স্কুল কলেজের প্রায় ৪০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।কলেজ পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন রাসেল আহমেদ ও স্কুল পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন মোছাঃ জিদনি।
পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা কর্মকর্তা মো. মাসুদ রানা। শিক্ষার্থীদের বইমুখী করতে ওই গ্রন্থাগারকে আধুনিকায়ন করার অঙ্গীকার ব্যক্ত করেন ইউএনও।
পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দৈনিক জবাবদিহি প্রতিনিধি আমানুল্লাহ আসিফ, ভোরের বাণী প্রতিনিধি সারোয়ার হোসেন, ঐক্যবদ্ধ সাধারণ ছাত্র সংগঠনের সিনিয়র সদস্য মিঠুন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।