আবু সায়েম মোহাম্মদ সা'- আদালত উল করীম: জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের ভবনে এক নারীকে যৌনহয়রানি ও উত্ত্যক্তের প্রতিবাদ করায় ওই ভবনে হামলা ও ভাঙচুর চালিয়েছে এক বখাটে ও তার সহযোগী লোকজন। ৫মে বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
ইউনিয়ন পরিষদ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পরিষদ প্রাঙ্গণে বয়স্ক ভাতা ও বিধবা ভাতার উপকারভোগীদের হিসাব নম্বর খুলে দেওয়ার জন্য কাজ করছিলেন এক নারী কর্মী। এ সময় মিনাল খান নামের এক যুবক ওই নারীকে উত্ত্যক্ত ও যৌনহয়রানি করছিল। হয়রানির স্বীকার ওই নারী বিষয়টি ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলমকে জানান। চেয়ারম্যান গিয়ে প্রথমে ওই যুবককে সতর্ক করেন এবং পরে চড়-থাপ্পড় মারেন। এতে ক্ষুব্ধ হয়ে ওই যুবক বাড়িতে গিয়ে শতাধিক লোক নিয়ে এসে ইউপি ভবনে হামলা চালায় ও ভাঙচুর করে এবং চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম গণমাধ্যমকে বলেন, ‘বিভিন্ন গ্রামের উপকারভোগীদের হিসাব নম্বর খোলার কাজ করছিলেন ওই নারী। খানপাড়া গ্রামের বাবুল খানের ছেলে বখাটে মিনাল খান ওই নারীকে পরিষদ প্রাঙ্গণেই উত্ত্যক্ত করছিলেন। ওই নারী আমার কাছে এসে বিচার দেন। বিষয়টি নিয়ে আমি ওই বখাটে যুবককে শুধু সতর্ক করি। এতেই তিনি ক্ষুব্ধ হয়ে তার গ্রামের শতাধিক লোক নিয়ে পরিষদ ভবনে হামলা চালিয়ে ভাঙচুর ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, এক নারীকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।