কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার কিশোরগঞ্জ জেলা কমিটির শুভ উদ্বোধন এবং নারী ও শিশু নি*র্যাতন দমন এবং মাদক নির্মূল বিষয়ক এক আলোচনা সভা শনিবার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় একরামপুর, খাদ্য গুদাম রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ মাহমুদুল হাসান মাহমুদ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ফকির আবদুল মজিদ, সেন্ট্রাল আইন উপদেষ্টা, নির্বাহী পরিষদ, ঢাকা।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন এ.এ.এম. লিটন হিলালী, সিনিয়র অ্যাডভোকেট ও পাবলিক প্রসিকিউটর, জজকোর্ট কিশোরগঞ্জ এবং আইন উপদেষ্টা, কিশোরগঞ্জ জেলা কমিটি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মইনুল রশিদ চৌধুরী, অতিরিক্ত নির্বাহী পরিচালক, সেন্ট্রাল ক্রাইম ইনভেস্টিগেশন টিম এবং শেখর, অফিসার ইনচার্জ (তদন্ত), কিশোরগঞ্জ মডেল থানা।
সভাপতিত্ব করেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সভাপতি, আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থা, কিশোরগঞ্জ জেলা কমিটি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস.এম. ফারুক, পরিচালক, কিশোরগঞ্জ জেলা কমিটি।
অনুষ্ঠানে বিভিন্ন প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।