ক্রাইম পেট্রোল ডেস্ক:
নারায়ণগঞ্জ বন্দরে গ্যাসের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ সোমবার (১১ ডিসেম্বর২০২৩ খ্রি.) দুপুরে নারায়ণঞ্জ সিটি করপোরেশনের বন্দর থানার ২০নম্বর ওয়ার্ডের বাসিন্দারা মাহমুদ নগর বড় মসজিদ সংলগ্ন এলাকায় মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, নিয়মিত গ্যাস বিল দেওয়ার পরও গ্যাস পাই না। এটা দুঃখজনক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম উদাসীনতায় বন্দর উপজেলায় গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। এ অবস্থা থেকে রেহাই পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াত আইভী ও স্থানীয় এমপি এ কে এম সেলিম ওসমানের হস্তক্ষেপ কামনা করেন তারা।
সাব্বির আহমেদ সেন্টুর তত্ত্বাবধানে মানববন্ধনে সভাপতিত্ব করেন মাহমুদনগর পঞ্চায়েত কমিটির সভাপতি হুমায়ুন কবির। এতে বক্তব্য দেন অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা মাহমুদ নগর পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, শাহজাহান, ওয়ালিদ উল্লাহ, নাসির আহমেদ শিপন, জসিম উদ্দিন, শিউলী বেগম, নূরজাহান বেগম, ফাতেমা বেগম ও কহিনূর বেগম। এতে আরও উপস্থিত ছিলেন সফিকুল ইসলাম, কামাল হোসেন, দুলাল হোসেন, বায়োজিদ ইসলাম, দীল মোহাম্মদ, আমান হোসেনসহ এলাকার সর্বস্তরের নারী-পুরুষ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।