অনলাইন ডেস্কঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি তিনতলা ভবনের সেফটিক ট্যাংক বিস্ফোরণে শিশুসহ দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার ফতুল্লা থানার রামারবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- শিশু সিজান (৯) ও রাজ্জাক (৩২)। আহতদের একজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাড়ির ভাড়াটিয়ারা গ্রামের বাড়ি ছিলেন। তবে পাশের বাড়িতে দুইটি কক্ষে অবস্থান করছিলো ভাড়াটিয়া রাজ্জাক ও শিশু সিজান। সকাল সাড়ে ১০টার দিকে বিকট শব্দে সেফটি ট্যাংক বিস্ফোরণ ঘটে। এসময় বাড়ির নিচতলার ফ্লোরসহ ভবনটির দুই পাশের দেয়াল ধসে পড়ে পাশের ভবনের ওপর গিয়ে পড়ে। এতে গুরুত্বর আহত হয় রাজ্জাক (৩২), সিজান (৯), একই এলাকার বাসিন্দা গৃহবধূ শাহিদা (৩৫) ও শাকিব (১০)। এসময় এলাকাবাসী তাদের উদ্ধার করে সদরের জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিজানকে মৃত ঘোষণা করেন।এর কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজ্জাক। পরে আহতদের মধ্যে গৃহবধূ শাহিদাকে চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয় এবং দগ্ধ শাকিবের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
স্থানীয়দের অভিযোগ, বাড়ির মালিক রুমের ভেতরে সেফটিক ট্যাংক তৈরি করলেও গ্যাস নির্গত হওয়ার জন্য কোনো পাইপ লাগান নাই।
ফতুল্লা থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন জানান, বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে। বাড়ির মালিকের কোনো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় থানা পুলিশের পাশাপাশি তদন্তে নেমেছ পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন পিবিআই, নারায়ণগঞ্জ শাখা।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।