ক্রাইম পেট্রোল ডেস্ক:
নারায়ণগঞ্জের বন্দর থানার একটি হ'ত্যা মামলায় নারাণয়গঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শাহীন মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (১১ জুন,২০২৩ খ্রি.) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা আদালতের বিচারক আসসামছ জগলুল হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে কাউন্সিলর মো. শাহীন মিয়া বন্দর থানার এই হ'ত্যা মামলায় হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। সেই জামিনের মেয়াদ শেষে আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।
এর সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, 'বন্দর থানার একটি হ'ত্যা মামলায় সিটি করপোরেশনের একজন কাউন্সিলরকে কারাগারে পাঠিয়েছে আদালত।'
পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মনিরুজ্জামান বুলবুল বলেন, 'বন্দর থানার একটি হ'ত্যা মামলায় হাইকোর্টের জামিনের মেয়াদ শেষে আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।'
৩ এপ্রিল বন্দরের রূপালি আবাসিক এলাকার মেরাজের আয়মান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে ব্যবসা সংক্রান্ত দ্বন্দ্বের জেরে মেরাজুল ইসলাম নামে এক যুবককে কু'পিয়ে হ'ত্যা করা হয়। এই ঘটনায় মেরাজুল ইসলামের মা নাছরীন বাদী হয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা শাহীন মিয়াকে প্রধান আসামি করে মামলা করেন। সেই সঙ্গে এই মামলায় আরও ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫-৬ জনকে আসামি করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।