ক্রাইম পেট্রোল ডেস্ক।।
সংস্কারের পর নির্বাচনের দাবিতে নারায়ণগঞ্জে ‘মার্চ ফর ড. ইউনূস’ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে শহরের চাষাঢ়া এলাকার কেন্দ্রীয় শহিদ মিনারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল নিয়ে চাষাঢ়া থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, নির্দিষ্ট একটি দল নির্বাচন-নির্বাচন করে মুখে ফেনা তুলে ফেলেছে। কিন্তু আমাদের রক্তের দাগ এখনও শুকায়নি। আমরা এখনও হ*ত্যার বিচার পাইনি। আপনারা আমাদের রক্তের সঙ্গে বেঈমানি করবেন না। শুধুমাত্র নির্বাচনের জন্য আমরা রক্ত দেইনি। দেশের ভবিষ্যৎ বদলানোর জন্য আমরা রক্ত দিয়েছি। আমরা চাচ্ছি আগে এ দেশে খু*নি হাসিনার বিচার হবে এবং তারপর প্রয়োজনীয় সংস্কার করতে হবে।
তারা আরও বলেন, দেশের কয়েকটি রাজনৈতিক দল তাদের স্বার্থ হাসিলের জন্য নির্বাচন চাচ্ছে। কিন্তু আগে সংস্কার তারপর নির্বাচন। তা নাহলে স্বৈ*রাচার হাসিনার মতো তাদেরও পতন হবে।
বক্তারা বলেন, আমরা এই দেশের পরিবর্তনের নতুন একটি স্বপ্ন নিয়ে এসেছিলাম। আজকে যদি এই নির্বাচন হয় আপনারা কি মনে করেন এ দেশ পরিবর্তন হবে? কখনো হবে না। ১৯৬৯ সালে গণ-অ*ভ্যুত্থানের পর যেসব নির্বাচন হয়েছিল তাতে কোনো পরিবর্তন হয়নি। আর ড. ইউনূস সরকার যদি শক্ত হয়ে আগে সংস্কার করে তারপর নির্বাচন দেয় তাহলে দেশের পরিবর্তন সম্ভব হবে।
বক্তারা বলেন, যারা ১৭ বছর বলেছেন জনগণ ভোটের অধিকার পায়নি তাদের উদ্দেশে বলছি, আগে গণপরিষদ নির্বাচন দিন। জনগণের মতামত নেন, তারা কি আদৌ নির্বাচন চায় নাকি চায় না। অধিকাংশই বলবে আমরা নির্বাচন চাই না। যারা নির্বাচনের রোডম্যাপ চাচ্ছেন তাদের বলছি, আপনারা আগে সংস্কারের পেছনে আসুন। দেশের মৌলিক যে দাবিগুলো আছে সেগুলো সংস্কার করুন তারপর নির্বাচনের কথা বলুন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।