ক্রাইম পেট্রোল ডেস্ক:
নাটোরে মারকাজ মসজিদ দখল নিয়ে তাবলীগ জামায়াতের সাদ ও জুবায়ের গ্রুপের মধ্য দফায় দফায় ধা'ওয়া পাল্টা ধা'ওয়া ও সং'ঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই গ্রুপের অন্তত ১৫/২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের শহরের তেবাড়িয়া মারকাজ এলাকায় এ ঘটনা ঘটে। এসময় নাটোর-রাজশাহী মহাসড়কের যান চলাচল বন্ধ যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোরে মারকাজ মসজিদ দখল নিয়ে তাবলীগ জামায়াতের দুই গ্রুপ সাদ ও জুবায়ের মধ্য দফায় দফায় ধা'ওয়া পাল্টা ধা'ওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে দুই গ্রুপ হাতে লা'ঠিসোঁটা নিয়ে সং'ঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ২০জন আ'হত হন। এসময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পুলিশ আরও জানায়, জুবায়ের গ্রুপ মারকাজ মসজিদ দ'খল নিয়ে সড়কে অবস্থান নেয়। অপরদিকে সাদ গ্রুপের লোকজন সড়ক অবস্থান নিলে নাটোর-রাজশাহী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে দীর্ঘ সময় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী এসে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। যান চলাচল স্বাভাবিক রয়েছে। বর্তমানে পুরো এলাকায় আ'তঙ্ক বিরাজ করছে।
নাটোর সদর পুলিশের কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘আমরা উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।