জেলাপ্রতিনিধি, কুমিল্লাঃ
প্রধানমন্ত্রীর স্বপ্নের আশ্রয়ণ প্রকল্পের অধীনে সারাদেশের ন্যায় কুমিল্লা জেলার ১৭টি উপজেলায় সরকারি খাস জমিতে ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য গৃহ নির্মাণ করা হচ্ছে।
আজ ২৪ ডিসেম্বর, ২০২২ খ্রি. তারিখ নাঙ্গলকোট উপজেলায় স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় জোড্ডা পশ্চিম ও সাতবাড়ীয়া ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পে নির্মিত গৃহ ও গৃহ নির্মাণের জন্য প্রস্তুত জমি পরিদর্শন করেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। পরিদর্শনকালে গৃহ নির্মাণ কাজের অগ্রগতিতে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্প সম্পর্কে আশ্রয়ণ সংশ্লিষ্ট লোকজনের সাথে আলোচনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), কুমিল্লা, উপজেলা নির্বাহী অফিসার, নাঙ্গলকোট, সহকারী কমিশনার (ভূমি), নাঙ্গলকোট এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, নাঙ্গলকোট উপজেলায় ৩য় পর্যায়ের ৯২ টি বরাদ্দের মধ্যে ৪২টি ঘরের নির্মান সম্পন্ন হয়েছে এবং বাকি ৫০টি ঘরের নির্মাণ কাজ চলমান রয়েছে। ৪র্থ পর্যায়ের ৩০টি ঘরের জন্য জমি প্রস্তুত করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।