মোঃ মেহেদী হাসান ফারুক, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ আজ বুধবার (১জানুয়ারি ২০২০) সকালে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা চত্বরে সারা দেশের ন্যায় বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী প্রথমিক শিক্ষা অফিসার জিএম ফুয়াদের সঞ্চালনায় বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ আহসানুল ইসলাম টিটু।
এ সময় সাংসদ টিটু বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারই বছরের শুরুতে সারাদেশে একযোগে সাফল্যের সাথে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে সক্ষম হয়েছে। অতীতের কোনো সরকারের পক্ষে তা সম্ভব হয় নি।
তিনি আরো বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত না হয়ে প্রত্যেকটি শিক্ষার্থীকে সুনাগরিক হতে হবে। পড়াশোনার পাশাপাশি মাদকমুক্ত থেকে খেলাধুলায়ও পারদর্শী হতে হবে। পাঠ্যবইয়ে শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে প্রতিটি ভবিষ্যত প্রজন্মকে।
এ সময় আরও উপস্থিত ছিলেন এসিল্যান্ড (ভূমি) উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, ছামিনা বেগম সিপ্রা, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, যদুনাথ মডেল সরকারি স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম সবুজ, নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমলেন্দু রায় সোম, প্রাথমিক শিক্ষা অফিসার, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।