মোঃ মেহেদী হাসান ফারুক নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধিঃ "সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে" এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে গতকাল বৃহস্পতিবার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর সহযোগিতায়, নাগরপুর উপজেলা প্রশাসন এর আয়োজনে টাঙ্গাইলের নাগরপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে, উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এ সময় প্রজেক্টরের মাধ্যমে দেশের বিভিন্ন বিষয়ের ওপর ভিডিও দেখানো হয়। দেখানো ভিডিও এর আলোকে কুইজ, চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সুন্দর অর্থবহ চিত্রের জন্য এবং প্রশ্নের উত্তরের সর্বোচ্চ সঠিক উত্তর দাতাকে বিজয়ী হিসেবে মনোনীত করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
আলোচনা সভায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর এর সভাপতিত্বে ও সহকারী প্রোগ্রাম অফিসার মো. হাবিবুর রহমান এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ারুল কামাল ভূঁইয়া, যুব উন্নয়ন অফিসার মো. মাহাবুবুল আলম খান, উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসার প্রধান শিক্ষক-শিক্ষীকা,সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।