
মোঃ মেহেদী হাসান ফারুক, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে ১শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মহিলা মাদক ব্যবসায়ী ফেরদৌসীকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার মামুদনগর উত্তর পাড়ার মহির মিয়ার স্ত্রী। আজ মঙ্গলবার দুপুরে গোপন সংবাদ এর ভিত্তিতে এসআই মো. সজল খাঁন সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক সম্রাজ্ঞী ফেরদৌসীর বাসা থেকে তাকে ১ শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।
জানা যায়, সে দীর্ঘ দিন যাবৎ ইয়াবা ট্যাবলেটের ব্যবসার সাথে জড়িত ছিল। কিন্তু ধূর্ত এ মাদক সম্রাজ্ঞী দীর্ঘ দিন যাবৎ পুলিশের চোখ ফাঁকি দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিল।
এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. আলম চাঁদ বলেন, নাগরপুর থানা পুলিশের কাছে নিশ্চিত গোপন সংবাদ আসা মাত্রই দ্রুত জেনারেল এসআই মো. সজল খাঁন সঙ্গীয় ফোর্স নিয়ে মামুদনগর উত্তর পাড়ার মহির মিয়ার স্ত্রী ফেরদৌসী (৩৫) কে আজ মঙ্গলবার দুপুরে ১শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করতে সক্ষম হয়। নাগরপুর থানায় তার বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।