শেখ মোঃ সাইফুল ইসলাম গাইবান্ধা জেলা প্রতিনিধি ঃ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গায় ভুল চিকিৎসায় এক ব্যক্তির গর্ভবতী একটি গাভীর অকাল গর্ভপাত ঘটানোর কারণে আমিনুল ইসলাম নামের এক পশু চিকিৎসক(এ,আই) কে খেসারত দিতে হয়েছে। গত সোমবার সন্ধ্যায় উপজেলার নলডাঙ্গা দশলিযা গ্রামে এ ঘটনাটি ঘটে। গাভীটির মালিক ওই গ্রামের কৃষ্ণ চন্দ্র সেন। তার স্ত্রী জানান, ৩ মাস আগে গাভীটি গর্ভবতী জেনে ক্রয় করা হয়েছে। গাভীটি হঠাৎ অসুস্থ হয়ে ছটপট করতে থাকে। এমতবস্থায় গাভীটির দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় পশু চিকিৎসক আমিনুল ইসলাম কে ডেকে আনা হয়। তিনি কোন কিছু না বুঝেই গর্ভবর্তী গাভীটিকে গর্ভধারণের জন্য আবারো প্রজনন ভ্যাকসিন দেন। এর ৩/৪ ঘন্টা পরেই গাভীটির অকাল গর্ভপাত ঘটে। এরই মধ্যে ঘটনাটি এলাকাবাসীর মধ্যে জানাজানি হলে অনেকটা উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে স্থানীয় লোকজন ক্ষতিপূরণের দাবিতে পশু চিকিৎসক আমিনুল ইসলামের ব্যবহৃত মোটর সাইকেলটি আটক করে। পরে আমিনুল ইসলাম অবস্থা বেগতিক দেখে আত্নরক্ষার্থে তড়িঘড়ি করে দুই হাজার টাকা ক্ষতিপূরণ দিয়ে আটক মোটর সাইকেলটি উদ্ধার করে নিয়ে যান। তবে আনীত অভিযোগ আমিনুল ইসলাম অস্বীকার করে বলেছেন, গাভীটির অন্য সমস্যা ছিল।স্থানীয়দের অভিযোগ,এ অঞ্চলে এ,আই আমিনুল ইসলামের মত অনেক অনভিজ্ঞ পশু চিকিৎসক রয়েছেন। এরা বিভিন্ন এলাকায় নিজেদের দক্ষ ও অভিজ্ঞ পশু চিকিৎসকের পরিচয় জাহির করে গ্রামগঞ্জে দাপিয়ে বেড়ান। এরা গবাদি পশু চিকিৎসার নামে নানা কৌশলে পশুর মালিকদের কাছ থেকে নানা অজুহাতে প্রতারণা করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেন। এমনকি এসব চিকিৎসকের ভূল ও অপচিকিৎসায় অনেক গৃহস্থের গরু,ছাগল, ভেড়া, হাঁস মুরগী মারা গেছে বলে অভিযোগ রয়েছে। এ প্রসঙ্গে জানার জন্য সাদুল্লাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে না পাওয়ায় এ ব্যাপারে তার কোন মতামত নেয়া সম্ভব হয়নি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।