ক্রাইম পেট্রোল ডেস্কঃ
নরসিংদীতে শ্বশুরবাড়ির লোকজনের দেওয়া আ'গুনে মারাত্মকভাব দ'গ্ধ পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ তিশা সাহার মৃ'ত্যু হয়েছে।
শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ'ত্যু হয়। ৪ ফেব্রুয়ারি রাতে তিনি আ'গুনে দ'গ্ধ হন। শহরের পশ্চিম কান্দাপাড়ার সেবাসংঘ এলাকার কাজল সাহার স্ত্রী তিশা।
স্থানীয়রা জানান, দুই বছর আগে কাজলের সঙ্গে তিশার পারিবারিকভাবে বিয়ে হয়। ঘটনার দিন সন্ধ্যায় কাজলের বাড়ি থেকে নারীর আর্তচিৎকার শুনতে পান স্থানীয়রা। কিন্তু বাড়ির গেট বন্ধ থাকায় সেখানে কেউ যেতে পারেননি। ২ ঘণ্টা পর কাজলসহ বাড়ির অন্যরা তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। তিশার শরীরের বিভিন্ন অংশ ঝ'লসে যাওয়ায় চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে সাতদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে তিনি মা'রা যান।
রান্না করতে গিয়ে তিশা দগ্ধ হয়েছে বলে কাজল ও তার পরিবারের লোকজন জানান।
তিশার বাবার বাড়ির লোকজনের অভিযোগ, 'শ্বশুরবাড়ির লোকজন তার শরীরে আ'গুন দিয়েছে। এর আগেও তাকে নি'র্যাতন করা হয়েছে। এ হ'ত্যার বিচার দাবি করেন তারা।
নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম জানান, 'ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।