আবুল কালাম আজাদ নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে পানি নিষ্কাশনের জায়গায় পুকুর খনন করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেছেন গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম পৌরসভার নামুইট গ্রামে। গ্রামবাসীর পক্ষে আলহাজ্ব মো. মাহফুজার রহমান লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, নামুইট গ্রামের মৃত আব্বাস আলী মন্ডলের ছেলে মো. হেলাল উদ্দিন, আঃ বারিক মন্ডল, মোঃ বাবলু মন্ডল এবং খোরশেদ আলীর ছেলে মো. ফজের আলী, আমির আলী, শুকুর আলী, মৃত ছমির উদ্দিনের ছেলে মকবুল হোসেন ও মৃত কছিম উদ্দিনের শেখের ছেলে মোঃ শাহাদৎ আলী শেখ তারা পানি নিষ্কাশনের রাস্তায় পুকুর খনন ও পানি নিষ্কাশনের বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এতে গ্রামের প্রায় আনুমানিক ১০০০(এক হাজার) বিঘা জমির ফসল ও ৫০(পঞ্চাশ)টি বাড়ি ঘর পানিবন্দি হবে। তাই সঠিক তদন্তের মাধ্যমে উক্ত সমস্যা সমাধানে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবি জানান গ্রামবাসী।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।