মো.সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুর মহানগরীর ১১ ও ১২ নং ওয়ার্ডে চলছে অবৈধভাবে সরকারি গাছ কর্তনের মহোৎসব। স্থানীয় প্রভাবশালী মহলের ইশারায় নির্বিচারে বৃক্ষনিধনে মেতে উঠেছে একটি বৃক্ষরোপণ প্রকল্পের নেতারা। তাদের ভয়ে বাধা প্রদান করার সাহস পাচ্ছেন না এলাকাবাসীরা। সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ও প্রশাসন দেখেও না দেখার ভ্যান করছে বলেও অভিযোগ উঠেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ডের নজিরের হাটের দক্ষিণে বাগানবাড়ি মসজিদ ও রতন কাউন্সিলরের বাড়ির সামনের রাস্তার দুই ধারের শত শত গাছ কেটে ফেলা হয়েছে। গত ৩দিন হতে অদ্যাবধি প্রকাশ্যে এসব গাছ কর্তন অভিযান চলছে বলে জানা গেছে। এদিকে গত ৬ ডিসেম্বর মহানগরী ১১নং ওয়ার্ডের রাধাকৃষ্ণপুর মাস্টার পাড়া শহিদ ভাটা রোডসংলগ্ন ধোড়ারপাড় এলাকায় অবৈধভাবে সরকারি গাছ কর্তনের সময় ওই গাছের নিচে চাপা পড়ে জগদিস মোহন্ত (৪৫) নামে এক পথচারীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। খবর পেয়ে হাজির হাট মেট্রোপলিটন পুলিশ অসহায় শ্রমিক নুরুজ্জামানকে বেআইনীভাবে দুদিন থানায় আটক রাখে। ঘটনার সমাধান হলে তাকে ছাড়া হবে বলে পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়। পরে সাংবাদিকদের ফোন পেয়ে তাকে ৮ ডিসেম্বর রাতে থানা থেকে ছাড়া হয়েছে বলে জানায় নুরুজ্জামান। পরে ওই রাতে থানা এলাকায় ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুর রহমান ও ১১নং ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীন লুতুর নেতৃত্বে উভয় পক্ষ ঘটনাটির ঘামাচাপা দেওয়াসহ মোটা অঙ্কের টাকার বিনিময়ে রফাদফা করেন।
এসব বিষয়ে রংপুর বিভাগীয় বন কর্মকর্তার দপ্তরে গেলে প্রধান সহকারী শাহ আলম জানান, ওই গাছগুলো সিটি কর্পোরেশনের অধীন,যার নজরদারি সিটিকর্পোরেশনের হাতেই ন্যস্ত। এ ব্যাপারে সিটিকর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারাই ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।
রংপুর সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা মাসুদ কবির বকশী তুহিন জানান, কোনো অভিযোগ না থাকায় আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারিনি। সিটিকর্পোরেশনের অধীনে গাছ নিলামের যথাযথ প্রক্রিয়া অনুসরণপূর্বক বন বিভাগে আবেদন করে গাছ নিলাম করা হয়ে থাকে। মেয়র ওই এলাকার অবশিষ্ট গাছগুলো টেন্ডারের মাধ্যমে বিক্রি করার অনুমতি দিয়েছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ ও গাছ চুরির ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে রবিউল আবেদীন রতনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।