ক্রাইম পেট্রোল ডেস্ক : বগুড়ার ধুনট উপজেলায় ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি ও ব্যঙ্গচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) প্রকাশ করে শুভ কুমার নামে এক যুবক । এ অভিযোগে তার বাবা ও বন্ধুকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার মথুরাপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হল- উপজেলার মথুরাপুর ইউনিয়নের পিরহাটি গ্রামের সত্য কুমারের ছেলে শুভাষ চন্দ্র (৪৫) ও সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার হাটশিরা গ্রামের আব্দুল গফুরের ছেলে লিটন মিয়া (২০)।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পিরহাটি গ্রামের শুভাষ চন্দ্রের ছেলে শুভ কুমার (২০) পেশায় জুয়েলারী কারিগর। সে মথুরাপুর বাজারে বৈশাখী জুয়েলার্সে কাজ করতো। গত ২৫ ফেব্রুয়ারি শুভ কুমার নিজস্ব ফেসবুক ওয়ালে ইসলাম ধর্ম নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করে। এছাড়া একই ফেসবুক ওয়ালে ইসলাম ধর্মকে অবমাননা করে ব্যঙ্গচিত্র প্রচার করে।
এ বিষয় নিয়ে বৃহস্পতিবার দুপুরে মথুরাপুর বাজার এলাকায় চরম উত্তেজনা বিরাজ করতে থাকে। এ সময় শুভ কুমার এলাকা ছেড়ে পালিয়ে যায়। সংবাদ পেয়ে মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনাস্থলে পৌঁছে শুভ কুমারের বাবা ও বন্ধুকে আটক করে থানায় সংবাদ দেন।
উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ সেলিম বলেন, ‘ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় মথুরাপুর বাজার এলাকার উত্তেজিত জনতা শুভ কুমারের বাড়িঘরে হামলা চালানোর পরিকল্পনা করে। এ সময় শুভ কুমারের বাবা ও বন্ধুকে আটকের পর পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। তবে সাময়িকভাবে পরিবেশ শান্ত হলেও এ ঘটনায় বিচারের দাবিতে এলাকাবাসির মাঝে উত্তেজনা বিরাজ করছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনার মুলহোতা শুভ কুমারকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।