মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : নুসরাত, নাদিয়া, তনু, খাদিজা, মাজেদা, হিরামনিও নোয়াখালির বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনসহ সারা দেশে ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতা বন্ধ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রংপুরে পৃথকভাবে একাধিক মানববন্ধনও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে রংপুর প্রেসক্লাবের সামনে রংপুরে অবস্থানরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, জাতীয় যুবসংহতি মহানগর শাখা ও জেলার বিক্ষুদ্ধ শিক্ষার্থী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর জেলা শাখা এবং বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র রংপুর জেলা শাখার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। দিনব্যাপি চলা এই প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকার প্রধানের প্রতি উদাত্ত আহবান জানান। তারা বলেন, সিলেটের এমসি কলেজে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণের পর নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে শারীরিক নির্যাতন করা হয়েছে। এভাবে দেশে একের পর এক ধর্ষণ ও নারীর প্রতি নিপীড়ন, নির্যাতন বেড়েই চলছে। বিচারহীনতার সংস্কৃতি ও আইনি প্রক্রিয়ার দীর্ঘ সূত্রিতার কারণে নারীরা আজ ঘরে-বাইরে এবং সর্বস্তরে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ শাস্তির মাধ্যমে ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান স্পষ্ট করতে হবে। এছাড়াও জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানান।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ধর্ষকদের অধিকাংশই ক্ষমতাসীন দলের নেতা-কর্মী। সরকার চাইলে নিজের দলের নেতা-কর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এসব ন্যক্কারজনক কর্মকাণ্ড বন্ধ করতে পারেন। কিন্তু তা না করে, আইনের ফাঁকফোঁকড় দিয়ে তাদের মুক্তির ব্যবস্থা করা হয়। এ কারণে দেশে প্রতিদিন নারী নির্যাতনের মতো অসংখ্য অপরাধ সংঘটিত হচ্ছে। অবিলম্বে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা।
প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে জাতীয় যুবসংহতি মহানগর শাখার সাধারণ সম্পাদক আলাউদ্দিন কাদেরী শাস্তি, সংগঠনিক সম্পাদক আনছার আলী, আফজাল হোসেন, শাহজাহান কবির, রংপুরে অবস্থানরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিনা আক্তার, সামিউল ইসলাম, সাদমান, নিলয়, সুভশ্রী। এছাড়াও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর জেলা শাখার নেতৃবৃন্দ, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র রংপুর জেলা শাখার সদস্য আহসানুল আরেফিন তিতু, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র রংপুর জেলার দপ্তর সম্পাদক কামরুন্নাহার খানম শিখা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর মহানগর কমিটির আহবায়ক সাজু রায়, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন,রংপুর জেলা আহবায়ক শাহিদুল ইসলাম সুমন প্রমুখ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।