মো.সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে তৃতীয় দিনের মত উত্তাল রংপুর। বৃহস্পতিবার ধর্ষণ ও নিপীড়ন বিরোধী মঞ্চ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার রংপুর বিভাগ ও মহানগর বিএনপি’র উদ্যোগে মানববন্ধন সমাবেশসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। সকালে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী মঞ্চের ব্যানারে নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মৌন মিছিল নিয়ে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে। সেখানে মাথায় কালো কাপড় বেঁধে প্রতিবাদে কবিতা পাঠ, মঞ্চ নাটকসহ মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেন তারা। সকাল ১১টায় টাউন হল চত্বরে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন রংপুর বিভাগের উদ্যোগে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে রংপুর বিভাগের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন। মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, সাংস্কৃতিক সংগঠক কাজী মো. জুন্নুন, রাজ্জাক মুরাদ, মুক্তাঙ্গন সাংস্কৃতিক সামাজিক সংগঠনের সভাপতি মেরিনা লাভলী, নার্গিস রহমান, দেলোয়ার হোসেন রংপুরী, শাকিল মাসুদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিয়ার রহমান, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, মইনুল ইসলাম প্রমুখ। মানববন্ধন সমাবেশে বক্তারা দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে কঠোর আইন প্রণয়ন ও আইন প্রয়োগের দাবি জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।