ক্রাইম পেট্রোল ডেস্ক>>
খুলনার পিটিআই কেন্দ্রে কোয়ারেন্টাইনে থাকা ভারতফেরত নারীকে ধর্ষণ এর অভিযোগে অভিযুক্ত হয়েছেন খুলনা থানার এএসআই মোখলেছুর রহমান। পুরো বিশ্ব যখন থমকে গেছে করোনা মহমারীর ভয়াল থাবায় সেখানে থেমে নেই নারী নির্যাতন ও ধর্ষণের মত জঘন্য কাজ। রক্ষক হয়ে গেছে ভক্ষক। রক্ষকের দায়িত্বে থাকা পুলিশের কাছেও নিরাপদ নন নারীরা। কোয়ারেন্টাইন সেন্টারেও ধর্ষণের শিকার হতে হচ্ছে তাদের। সেই ধর্ষককে রক্ষা করার জন্য পুলিশ ধর্ষণ মামলার ধারা পরিবর্তন করে দিয়েছে। যাতে ও ধর্ষকের সাজা কমে যাবে। পুলিশের এই ধর্ষক এএসআই মোখলেছুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সম্প্রীতি ফোরাম এর সদস্যবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, পুলিশ ধর্ষণ মামলা না নিয়ে তার পরিবর্তে নির্যাতন মামলা হিসেবে নিয়েছে। এই জঘন্য কর্মকান্ডের তীব্র নিন্দা জানানোসহ অপরাধীকে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন, সম্প্রীতি ফোরামের এর সিলভী হারুন, শেখ মোঃ আশরাফ উজ জাম্মান, আরিজুল ইসলাম আরজু, ইসরাত আরা হীরা, মিনা আজিজুল রহমান, সালমা জাহান মনি, মুজাহিদুল ইসলাম শামীম, নূরুল ইসলাম খান মিঠু, দিপক সরকার, অ্যাড.মোঃ মমিনুল ইসলাম, ফারহানা নিপু, কালিপদ দাস, নারায়ন চন্দ্র দাস, মো সাবির খান, কৃষ্ণা দাস, রাধা দাস, জাকির ইকবাল অপু, আলমগীর হান্নান, বিকাশ কুমার দাশ প্রমুখ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।