ক্রাইম পেট্রোল ডেস্ক।।
সুনামগঞ্জের ধর্মপাশা থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ সোহেল মিয়া (৩৮) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ইয়াবা ব্যবসায়ী ধর্মপাশা থানার আহম্মদপুর গ্রামের স্থায়ী বাসিন্দা।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ১৩ এপ্রিল, রাত সাড়ে ১১টার দিকে ধর্মপাশা থানা পুলিশ অভিযান পরিচালনা করে সোহেল মিয়াকে নিজ বাড়ি থেকে ইয়াবাসহ আটক করে। অভিযানে তার নিকট থেকে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেই সাথে নগদ ১ হাজার ৩১০ টাকা ও একটি স্মার্টফোন জব্দ করা হয়।
অভিযানটি পরিচালনা করেন এসআই হাফিজুল ইসলাম। অভিযানে তার সাথে ছিলেন এএসআই সাইফুল ইসলাম, এএসআই হাবিবুর রহমান ও পুলিশের অন্যান্য ফোর্স।
গ্রেফতার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধর্মপাশা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।