ক্রাইম পেট্রোল ডেস্ক : দ্বিতীয়বারের মতো ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শ্রেষ্ঠ সহকারী কমিশনার (এসি) নির্বাচিত হয়েছেন মো. ইলিয়াছ হোসেন। দু’টি ক্যাটাগরিতে চকবাজার জোনের এই কর্মকর্তা এ পুরস্কার পান।
সোমবার বেলা ১১টায় ডিএমপি হেডকোয়ার্টার্সে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তার হাতে এ পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
সভায় ঢাকা মহানগরের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে আরও পুরস্কার প্রদান করা হয়। জানুয়ারি মাসে ডিএমপির আটটি ক্রাইম বিভাগের মধ্যে যৌথভাবে শ্রেষ্ঠ হয়েছে লালবাগ ও তেজগাঁও বিভাগ।
এর মধ্যে মো. ইলিয়াছ হোসেন শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার এবং বিট পুলিশিং কার্যক্রম- এই দু’টি ক্যাটাগরিতে পুরস্কার পান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।