রফিকুল ইসলাম : শনিবার সকাল ১০ টার দিকে কুষ্টিয়ার সীমান্তবর্তী এলাকা দৌলতপুরের মহিষকুন্ডি কলেজপাড়ায় বিজিপির অভিযানে ১৮৯ বোতল ফেনসিডিল ও একটি চাইনিজ কুড়ালসহ ছবিতা খাতুন নামের এক মহিলাকে আটক করা হয়েছে। মহিষকুন্ডি বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার জাহাঙ্গীর কবীরের নেতৃত্বে মাদক নির্মূল অভিযানকালে মহিষকুন্ডি কলেজপাড়ার মোঃ সাজেদুর মন্ডল এর মেয়ে ছবিতা খাতুনকে তার নিজ বাড়ি থেকে ১৮৯ বোতল ফেনসিডিল ও একটি চাইনিজ কুড়ালসহ আটক করেছেন। অভিযানকালীন ১ নং প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এলাকাবাসীর অভিযোগ মাদক ব্যবসার পাশাপাশি তারা নিয়মিত দেহব্যবসা করে এলাকার যুব সমাজকে ধ্বংস করছিল । এ ব্যাপারে যুব সমাজ তাদের এহেন ঘৃণ্য অপকর্ম বন্ধ করার লক্ষ্যে এক নং প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর গণস্বাক্ষরসহ একটি লিখিত অভিযোগ প্রদান করেছিলেন।
এ ব্যাপারে দৌলতপুর থানায় ছবিতা খাতুনের নামে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।