রফিকুল ইসলাম, কুষ্টিয়া থেকেঃ আজ বৃহস্পতিবার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সোনাইকুন্ডিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পৃথক ৩টি অভিযান চালিয়ে ২৯ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে আটক করেছে। জানা গেছে, আজ সকাল ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সোনাইকুন্ডির সাইদ মন্ডলের ছেলে আসান(২৬) এর বসত বাড়িতে তল্লাশি করে ১৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করামাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর সোনাইকুন্ডি উত্তর পাড়া হতে ৭ বোতল ফেন্সিডিলসহ নাদেরের ছেলে রাশেদ(২৪) ও মৃত হামিদুল মন্ডলের ছেলে শুভ (২২)কে ৫ বোতল ফেন্সিডিলসহ আটক করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলাল হোসেনসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।এ বিষয়ে দৌলতপুর থানায় পৃথক ৩টি মামলা হয়েছে। যার নং- ৫১,৫২ ও ৫৩, তারিখ ২২/১০/২০২০ইং।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।