ক্রাইম পেট্রোল ডেস্ক : টাঙ্গাইলের দেলদুয়ারে আবাসিক মিটারে ১ মাসে ১০ লাখ টাকার বিদ্যুৎ বিল করা হয়েছে। এ বিল দেখে মাথায় হাত পড়ল গ্রাহক দুলাল মিয়ার।
টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির দেলদুয়ার জোনাল অফিসে ঘটেছে এমন অদ্ভুত বিল তৈরির ঘটনা।
জানা গেছে, উপজেলার পাথরাইল ইউনিয়নের পাথরাইল সাহাপাড়ার দুলাল মিয়ার আবাসিক মিটার নং-০৯২৩৩৩৪-এ এমন বিদ্যুৎ বিল তৈরি করে নিয়ে যাওয়া হয়। বিল দেখে দুলাল মিয়া হতাশ হয়ে পড়েন।
দুলাল মিয়া জানান, তিনি পল্লী বিদ্যুতের পুরনো গ্রাহক। গত নভেম্বরে তিনি ৪৯৫ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন। ডিসেম্বর মাসে এমন অদ্ভুত বিল দেখে তিনি হতাশ।
তিনি আরও জানান, তার মিটারের বর্তমান রিডিং-৯৪৫৭০, আগের রিডিং ছিল-৯৪৪০। ব্যবহৃত ইউনিট-৮৫১৩০ এর বিপরীতে জরিমানাসহ বিল দেখানো হয়েছে ৯ লাখ ৯৯ হাজার ৩৭০ টাকা।
এ প্রসঙ্গে ডিজিএম বিপ্লব কুমার সরকার জানান, বিষয়টি আমার জানা ছিল না। একটি আবাসিক মিটারে এমন বিল হওয়ার কথা নয়। ভুল পোস্টিংয়ের কারণে হয়তো এমন হতে পারে। ওই পরিবারের দুশ্চিন্তার কোনো কারণ নেই। পরে সংশোধন আকারে বিলটি সরবরাহ করা হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।