প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ৮:০০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২১, ৯:১৯ অপরাহ্ণ
দেবীগঞ্জ পৌর নির্বাচনে ৪ বিদ্রোহী মেয়র প্রার্থী বহিস্কার
আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র অমান্য করে পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের চার বিদ্রোহী মেয়র প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে পঞ্চগড় জেলা আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার সাদাত সম্রাট স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আওয়ামী লীগ থেকে বহিস্কৃত প্রার্থীরা হলেন, দেবীগঞ্জ উপজেলা শাখা আওয়ামী লীগের সহ-সভাপতি নুর নেওয়াজ, যুগ্মসাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, যুগ্মসাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যুগ্মসাধারণ সম্পাদক আকতার হোসেন নিউটন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া দেবিগঞ্জ পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড অনুযায়ী দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরীকে আগামী ২০ সেপ্টেম্বর পৌর নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন প্রদান ও প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়। তবে এই চ্যালেঞ্জ নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে দলের উপজেলা ও পৌর আওয়ামী লীগের চার জন ব্যক্তি নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত উপেক্ষা করে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বিরোধিতা করে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছে যা দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্রের চরম পরিপন্থী ও গঠনতন্ত্রের ৪৭(ক) ধারার সম্পূর্ণ লঙ্ঘন। এই চার ব্যক্তি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি এবং দলের গঠনতন্ত্র অমান্য করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ও দলে বিশৃঙ্খলা সৃষ্টি করে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তাই কেন্দ্রীয় বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক গত রোববার (৫ সেপ্টেম্বর) লিখিত আকারে চারজন বিদ্রোহী প্রার্থীকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার ও গঠনতন্ত্রের ৪৭ এর (চ) এবং (ছ) ধারা মোতাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নিকট স্থায়ী বহিষ্কারের জন্য প্রেরিত হয়।
এ বিষয়ে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার সাদাত সম্রাট জানান, তারা দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্রের চরম পরিপন্থী ও গঠনতন্ত্রের ৪৭(ক) ধারার সম্পূর্ণ লঙ্ঘন করেছেন। তাই দলের নিয়ম অনুযায়ী তাদের চার জনকে বহিষ্কার করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube