প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৫, ২০২৫, ১২:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২১, ৮:৪৫ অপরাহ্ণ
দেবীগঞ্জে বাঁশঝাড় থেকে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে জাহানারা বেগম (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে দেবীগঞ্জ থানা পুলিশ।
সোমবার দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের বন্দরপাড়া এলাকায় একটি বাঁশঝাড় থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত জাহানারা বেগম টেপ্রীগঞ্জ ইউনিয়নের বন্দরপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।
স্থানীয়রা জানান, জাহানারা বেগম দুই সন্তানের জননী। তার স্বামী ঢাকার দামসা এলাকায় দিনমজুরের কাজ করে। সে স্বামীর বাড়িতে দুই দেবর ও দুই ছেলেকে নিয়ে থাকতেন। রবিবার রাতে ওই গৃহবধু তার দুই ছেলেকে রাতের খাবার খাওয়ানোর পর বাড়ি থেকে বের হয়ে যায় । রাতভর জাহানারা বেগমকে খুঁজাখুজি করেও পাওয়া যায়নি। সোমবার সকালে কৃষি কাজের শ্রমিকরা ওই এলাকায় মাঠে কাজ করতে গিয়ে দেখতে পায় বাঁশঝাড়ে ঝুলন্ত ওই গৃহবধূর লাশ । পরে পুলিশকে খবর দিলে দেবীগঞ্জ থানা পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এই ঘটনায় নিহতের পিতা হাসেন আলী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে দেবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন জানায়, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশের তদন্ত চলছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube