ক্রাইম পেট্রোল ডেস্ক : কুমিল্লার দেবিদ্বার উপজেলার খাদঘর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাড়কের পাশে লাগেজের ভিতর থেকে ১৩ বছরের এক অজ্ঞাত পরিচয় কিশোরীর লাশ উদ্ধার করেছে দেবিদ্বার থানা পুলিশ
মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৬ টায় ঢাকা -চট্টগ্রাম মহাড়কের রাস্তার পাশে লাগেজের ভিতর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা হাইওয়ে পুলিশে খবর দেয়।
পরে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ দেবিদ্বার থানায় খবর দিলে সংবাদ পেয়ে দেবিদ্বার থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল আনোয়ার বলেন, সংবাদ পেয়ে সকালে লাগেজের ভিতর থেকে অজ্ঞাত পরিচয় কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে হত্যার রহস্য উদঘাটন করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।