আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল:
জামালপুরে জেলার দেওয়ানগঞ্জ উপজেলা বন্যার পানিতে বিপদে পড়া অর্ধশত শিয়ালকে হত্যা করেছে পাররামপুর ইউনিয়নের তারাটিয়া গ্রামবাসী।
পরে মৃত শেয়ালগুলো সড়কে সারিবদ্ধ রেখে গ্রামবাসীর উল্লাস করা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এ নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
দেওয়ানগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুলতানা রাজিয়া সংবাদ মাধ্যমকে বলেন, শনিবার (১৮ জুলাই) বিকেলে ঘটা এই ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তার নজরে আসে। সুলতানা রাজিয়া বিষয়টি খোঁজ খবর নিয়ে জানান, বন্যার কারণে তারাটিয়া বাজার সংলগ্ন স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনে বাঁশের ঝোঁপঝাড়ে আশ্রয় নেয় অসংখ্য শিয়াল, গুইসাপ, বন বিড়াল,বেজি প্রভৃতি বন্য প্রাণি। এ সব প্রাণি মানুষের বাড়িতে গিয়ে গৃহপালিত হাঁস, মুরগি, কবুতর খেয়ে ফেলতে শুরু করে। আতঙ্কিত ও ক্ষুব্ধ হয়ে দুই দিনের অভিযানে এসব প্রাণিকে পিটিয়ে হত্যা করেছে একদল তরুণ।
ইউএনও আরও জানান,বন্যপ্রাণি হত্যার বিষয়টি তার নজরে আসার সঙ্গে সঙ্গেই প্রাণিসম্পদ কর্মকর্তা ও বন বিভাগের কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা বিষয়টি খতিয়ে দেখছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এ ধরনের কাজ না করার জন্য এলাকাবাসীকে সচেতন করতে জনপ্রতিনিধিদের অনুরোধ জানিয়েছেন তিনি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।