প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ৯:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২১, ৯:০৪ অপরাহ্ণ
দেওয়ানগঞ্জে র্যাবের অভিযানে ‘পাইপগানসহ’ গ্রেপ্তার-১

আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম>>
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় ‘পাইপগানসহ’ শহিদুল ইসলাম নাদু (৩৫)কে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ জামালপুর। এ সময় তার কাছ থেকে একটি ছোরা পাওয়া যায়। শহিদুল ইসলাম নাদু উপজেলার চিকাজানি ইউনিয়নের রামপুরা গ্রামের ওয়াজেদ আলী খোকার ছেলে। ২ অক্টোবর দিবাগত রাতে দেওয়ানগঞ্জ গেইটপাড়া বটতলা থেকে ওই যুবককে আটক করা হয়।
জানা গেছে. ২ অক্টোবর রাতে নাদু দেশীয় অস্ত্র পাইপগান ও ছোড়া নিয়ে দেওয়ানগঞ্জ গেইটপাড় এলাকায় অবস্থান করার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে দেওয়ানগঞ্জ মডেল থানায় হস্তান্তর করে র্যাব।
এস আই জসিম উদ্দিন সংবাদ মাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর র্যা্ব-১৪ এর নায়েক সুবেদার আফতাব উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে নাদুকে ‘অস্ত্রসহ’ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে ‘ছিনতাই’, ‘চুরি’, ‘ডাকাতি’ ও ‘মাদকসহ’ ৭-৮ মামলা আছে।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর গণমাধ্যমকে জানান, নাদুকে আটক করে ৩ অক্টোবর সকালে থানায় হস্তান্তর করেছে। ওই দিন দুপুরে তাকে কোর্টে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube