আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম :
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ১ হাজার পিস ইয়াবাসহ শেখ ফরিদ (২৮) নামের একজন মাদক কারবারিকে আটক করেছে তারাটিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ। ২৮ অক্টোবর রাতে তাদেরকে আটক করা করা হয়। ২৯ অক্টোবর তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার তারাটিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. ফরহাদ আলীর নেতৃত্বে একদল পুলিশ ২৮ অক্টোবর রাতে পাররামরামপুর ইউনিয়নের দক্ষিণ রহিমপুরে বিজিবি চেকপোস্টের কাছেই রাস্তায় অবস্থান নেন। এ সময় রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী মায়ের দোয়া পরিবহন নামের একটি বাস থামিয়ে তল্লাশি চালান। তল্লাশির সময় ওই বাসের যাত্রী চিহ্নিত মাদক কারবারি শেখ ফরিদকে (২৮) আটক করা হয়। তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। তিনি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার উত্তর নামাজের চর গ্রামের সোনা উল্লাহর ছেলে। ২৯ অক্টোবর দুপুরে তাদেরকে জামালপুর আদালতে হাজির করা হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, আটক মাদক কারবারি শেখ ফরিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে জামালপুর জেলহাজতে পাঠনো হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।