পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি।।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রাজশাহীর দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি শতাধিক রোগীর মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরের দিকে তারেক রহমানের পক্ষে রোগীদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং তাদের হাতে এসব খাবার তুলে দেন লন্ডন প্রবাসী ও পুঠিয়া -দূর্গাপুরের কৃতী সন্তান রেজাউল করিম।
খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন দূর্গাপুর পৌর ও উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এসময় হাসপাতালে ভর্তি রোগীরা খাবার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, 'একজন মানুষ যখন হাসপাতালে ভর্তি হয় তখন সে অসহায় হয়ে পড়ে। ভালো খাবার কেনা তো দূরের কথা, ঔষধ কিনতেই হিমসিম খায়। অনেক আত্মীয়- স্বজন হাসপাতালে দেখতে পর্যন্ত আসেনা। কিন্তু তারেক রহমানের পক্ষ থেকে প্রবাসী রেজাউল করিম ভাই হাসপাতালে আমাদের দেখতে এসেছেন এবং আমাদের জন্য যে উন্নত মানের খাবার উপহার দিলেন তাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আল্লাহ যেন তারেক রহমান ও রেজাউল করিমকে আরো দীর্ঘদিন বাঁচিয়ে রাখে।'
এসময় লন্ডন প্রবাসী রেজাউল করিম বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্য ও মানবতার বিএনপি গড়ার লক্ষ্যে রোগীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে। তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমাদের এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।